আফজাল হোসেনের পরিচালনায় কোনাল!

শুটিংয়ের ফাঁকে কোনালের সেলফিতে আফজাল।গায়িকা কোনাল, উপস্থাপিকা হিসেবেও কদর বেশ। নাটক-সিনেমায় অভিনয়ের অফার তো সেই শুরু থেকেই। যদিও গানের মায়ায় অভিনয়ে মন রাখা হয়নি তার।

কিন্তু এবার এমন একজন মানুষ অভিনয়ের জন্য ডাকলেন। তাকে তো আর ফেরানো গেল না। টিভি নাটকে নামটা লিখেই ফেললেন।
কিংবদন্তি অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় ঈদের জন্য নির্মিতব্য গোয়েন্দা সিরিজ ‘ছোট কাকু’তে আসছেন এ গায়িকা।
খবরটি জানালেন কোনাল নিজেই। এবারের পর্ব ‘বকা খেয়ে বগুড়াতে’ অভিনয় করছেন তিনি। যার শুটিং আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বলে জানান তিনি।
ফরিদুর রেজা সাগরের আলোচিত সিরিজ ‘ছোট কাকু’ অবলম্বনে নির্মিত এ ধারবাহিকটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘এটা আমার জন্য বেশ ভাগ্যের যে ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনের মতো গুণী মানুষের সান্নিধ্যে কাজ করতে পারছি।’
শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাকে যিনি অতি মমতায় স্নেহ-ভালোবাসায় ‘তুই’ বলে ডাকেন। যিনি আমার মেন্টর এবং গাইডের মতো ছায়া হয়ে থাকেন, দেখলেই মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন- কী রে কেমন আছিস? আপা (মা) কই? কতদিন দেখি না তোদের? সেই আফজাল হোসেন ওরফে ছোট কাকুর সঙ্গে আজ আমার প্রথম নাটকে অভিনয়? অ্যাক্টিং এর ‘এ’ ও জানি না। আফজাল আঙ্কেল ১০০ বার দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন। আমি একইসঙ্গে বিব্রত, নার্ভাস, হ্যাপি এবং এক্সাইটেড। এমন অভিনয়ের জাহাজের সামনে দাঁড়িয়ে অভিনয় করাটা ভয়ঙ্কর। আল্লাহ জানেন কী হচ্ছে!’’
সোমনুর মনির কোনাল। ছবি: সাজ্জাদ হোসেন।নিজের চরিত্র সম্পর্কে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম রুমা। যে কিনা বিদেশে পড়াশোনা করে। তার বাবা মারা যায়।’
জানা গেল, নাটকটির বেশিরভাগ কাজ ঢাকার বাইরে হবে। আট পর্বে এটি নির্মাণ হবে। আসছে কোরবানির ঈদে প্রচার হবে চ্যানেল আইতে।
প্রসঙ্গত, কোনাল এর আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনয়ের জন্য। সেটি স্বপন আহমেদের ‘লালটিপ’। যদিও কোনালের মতে, ডায়লগ ছাড়া ছোট্ট সেই চরিত্রটিতে অভিনয়ের তেমন কিছুই ছিলো না।
/এম/এমএম/