জলবন্দিদের জন্য আজ জলের গান

জলের গানের সদস্যরা
ব্যান্ড জলের গানের গায়ক রাহুল আনন্দ আগেই জানিয়েছিলেন, বন্যার্তদের জন্য কনসার্টে গাইবেন তারা। আজ (বুধবার) এটি আয়োজন করা হচ্ছে।

সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গান শোনাবেন জলের গানের শিল্পীরা। শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে 'জলের গান ফ্যান ক্লাব'।

রাহুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের মানুষরা বন্যায় ক্ষতিগ্রস্ত। তাদের ত্রাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে কনসার্টে আমরা গাইব।’

ব্যান্ডটির ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টের টিকিটের মূল্য ৫০০ টাকা রাখা হয়েছে। টিকিট পাওয়া যাবে ঢাকা শহরের 'দেশাল'র সব আউটলেটে। এছাড়া মোবাইলে যোগাযোগ করা যাবে- ০১৭১২৯৬৯৩০৪ এই নম্বরে। একই নম্বরে বিকাশের মাধ্যমেও টিকিট সংগ্রহ করা যাবে।

/এমআই/এম/