ভালো আছেন মোহাম্মদ রফিকউজ্জামান

বিশিষ্ট গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী পান্না জামান।

আজ বুধবার বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সকালে চিকিৎসক তাকে দেখে গেছেন। আজকেই (বুধবার) কেবিনে নেওয়ার কথা বলেছিলেন। তবে কেবিন ফাঁকা না থাকায় আরও একদিন সিসিইউতে থাকার পরামর্শ দেন তিনি। আগামীকাল স্থানান্তর সম্ভব হতে পারে। রিং পরানোর পর কোনও প্রকার শারীরিক জটিলতা তৈরি হয়নি।’
দেশবরেণ্য এই গীতিকবি ২২ আগস্ট মোহম্মাদপুরের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় ঐ দিন সন্ধ্যায় শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার (গতকাল) সকালে তার হার্টে রিং পরানো হয়। তিনি তখন থেকে সিসিইউতে আছেন। মোহাম্মদ রফিকউজ্জামানের চিকিৎসা তত্ত্বাবধান করছেন হাতপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রশীদ।
/এম/এমএম/