জানেন কি?

মায়ের কাছ থেকে সম্মানী পেয়েছিলেন লাকী!

গান লিখে বা তৈরি করে সাধারণত প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকেই সম্মানীটা নিয়ে থাকেন শিল্পীরা। অথবা টিভি-কনসার্টে গাইলে আয়োজকরা সম্মানীর বিষয়টি দেখেন। এটাই প্রচলিত।
তবে বর্ষীয়ান শিল্পী লাকী আখান্দ ব্যতিক্রম একটা কাজও করেছিলেন।
নব্বই দশকের শুরুর দিকে তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন গানের সম্মানী। আর সেসময়ের তুলনায় অংকটা কিন্তু নেহাতই কম নয়। পাক্কা বিশ হাজার টাকা!
বেশ কিছুদিন আগে এক টিভি আড্ডায় সেই গল্প শুনিয়েছিলেন লাকী।
তিনি বলেন, ‘‌‌‌‘মা অনেক আগে থেকেই বলতেন, শাস্ত্রীয় ধরনের অনন্ত একটা হলেও গান তৈরি করতে। কিন্তু সেটা আর করা হয়নি। পরে মায়ের কথা ভেবেই 'তুমি কে বল না' শিরোনামের গানটি তৈরি করি। মা গানটি শুনে খুশি  হয়ে এই টাকাটা দিয়েছিলেন।’’
লাকী আরও বলেন, ‘এই টাকা পেয়ে আমি তো অবাক! কারণ চাইলে মা তো ১ হাজার টাকাই দিতে চাইতেন না। অথচ এক গান শুনেই ২০ হাজার টাকা দিয়ে দিলেন, তাও আবার বিনাবাক্যেই।’’
/এমআই/এমএম/