ফোবানায় উদ্বোধনী ও সমাপনীতে ওয়ার্দা

কাল থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসছে ৩০তম ফোবানা সম্মেলন।
সেপ্টেম্বরের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত পেন্টাগন শেরাটন হোটেল বলরুমে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এ আয়োজনে উদ্বোধনী ও সমাপনী পরিবেশনায় থাকছেন ওয়ার্দা রিহাব ও তার দল।
এ আয়োজনে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, এসআই টুটুল ও অণিমা রায়।
ফোবানায় নৃত্য পরিবেশনা প্রসঙ্গে ওয়ার্দা বলেন, ‘এতে নৃত্যনাট্য পরিবেশন করবো আমি ও আমার দল ধৃতি। চর্যাপদ থেকে মোঘল সম্রাজ্য হয়ে সিপাহী বিপ্লব, ৪৭, ৫২, ৬৯ থেকে ৭১, তারপর ৭৫ থেকে বর্তমান সময়, এই হাজার বছরের ইতিহাসে বাঙালি জাতির যে অপূর্বতা তা তুলে ধরবো ফোবানা মঞ্চে।’
উৎসব কৃর্তপক্ষ তাদের সাইটে জানায়, বরাবরের মতো এবারের সম্মেলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালির সংস্কৃতি তুলে ধরা হবে। ফোবানা বাংলাদেশ প্যারেডের মধ্য দিয়ে তুলে ধরা হবে বাংলা ও বাঙালির ঐতিহ্য।
/এম/এমএম/