জয়ের সিঙ্গেল ‘স্বপ্ন পাখির ডানা’

জয় শাহরিয়ার।এই ঈদে উল্লেখযোগ্য বেশ ক'টি গান বেঁধেছেন জয় শাহরিয়ার। তবে বেশিরভাগই অন্যের কণ্ঠে তুলে দিয়েছেন।

যার মধ্যে অন্যতম মিনার, সভ্যতা এবং তানজীবের মিশ্র অ্যালবাম ‌‌‘শতেক ভুল'। এছাড়াও কলকাতার রূপঙ্কর ও শিলাজিতের জন্যও দুটি সিঙ্গেল তৈরি করেছেন তিনি।

অন্যের জন্য গান তৈরি করতে করতে নিজের কথাই হয়তো ভুলতে বসেছিলেন- তিনিও এই শহরের অন্যতম গায়েন! তাই ঈদ উৎসবের ঠিক দোর গোড়ায় এসে জানালেন তার কণ্ঠের গানের খবর।

বললেন, ‘‘অন্যদের জন্য এবার অনেক গান করলাম। আমি খুব খুশি। তবে অনেক গানের মাঝেও ঈদে আমার কণ্ঠে থাকছে বিশেষ একটি গান। নাম ‘স্বপ্ন পাখির ডানা’। যা বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে জিপি মিউজিকে শোনা যাচ্ছে। এ ছাড়াও আইটিউন্স, অ্যামাজন, স্পটিফাইসহ বিশ্বের ২৫০টি অনলাইন মিউজিক অ্যাপে শ্রোতারা লিগ্যালি শুনতে পাবেন এই গান।  ঈদ এর পরপর গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করার ইচ্ছে রাখছি মনে মনে।’’
যথারীতি ‘স্বপ্ন পাখির ডানা’ কণ্ঠে তোলার আগে গানটি তিনি নিজেই লিখেছেন এবং সুর-সংগীত করেছেন ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরী। এটি প্রকাশও পাচ্ছে আজব রেকর্ডস-এর ব্যানারে।
/এমএম/