সন্ধ্যায় সৈকতে রুদ্র-রূপা ও লাকী আখান্দ

ভিডিওতে অগ্নিলা ও আজাদ।তিনি হাসপতালের বিছানায়। লড়াই করছেন মরণব্যাধির বিপরীতে। অথচ বিস্তৃর্ণ সমুদ্র সৈকতে গেল বুধবার থেকে দেখা মিলছে তার। প্রাক্তণ তারুণ্য নিয়ে তিনি যেন ছুটে বেড়াচ্ছেন কোনও এক রুদ্র-রূপার ছায়া হয়ে। প্রাণ খুলে গাইছেন নিজের সুর-সংগীতে তারই অকাল প্রয়াত ভাই হ্যাপী আখান্দের গাওয়া ঐতিহাসিক গান- আবার এলা যে সন্ধ্যা, শুধু দু’জনে...।

হ্যাঁ, কিংবদন্তি লাকী আখান্দকে সুস্থ করে তুলতেই এই গানটি নতুন করে কণ্ঠে তুলেছেন ‘জেলখানার চিঠি’খ্যাত লিমন। প্রাণ স্ন্যাক্স টাইমের উদ্যোগে গানটির দৃষ্টিনন্দন গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি। আর এতে রূপা ও রুদ্র নামে মডেল হয়েছেন অগ্নিলা এবং আজাদ।
গানটি গেল ৭ সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে ইউটিউবে। যা নিয়ে অন্তর্জাল দুনিয়ায় এখন চলছে আবেগি হৈচৈ। গানটির কথা-সুর-কণ্ঠ এবং ভিডিওতে অগ্নিলা-আজাদের সন্ধ্যার সৈকতে ভেসে-বেড়ানো অভিব্যাক্তি- সত্যিই যেন নতুন করে লাকী আখান্দকে বাঁচার এবং বাঁচানোর স্বপ্ন দেখাচ্ছে সর্বত্র।
এদিকে এবারই প্রথম মিউজিক ভিডিওতে মডেল হলেন একুশে টিভির ‘বিপ্রতীপ’খ্যাত অভিনেত্রী অগ্নিলা। তিনি বলেন, ‘আসলে মিউজিক ভিডিও করার প্ল্যান বা আগ্রহ একেবারেই ছিলো না। এটা করেছি আমাদের একজন কিংবদন্তিকে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে। কাজটি করার আগে খুবই ভয়ে ছিলাম। কারণ গানটি কালজয়ী। তবে কাজটি প্রকাশের পর এখন অনেক ভালো লাগছে।’
নির্মাতা রেদওয়ান রনি জানান, এই গানের মতো শিগগিরই আরও দুটি গানের ভিডিও প্রকাশ পাচ্ছে ইউটিউবে। ‘আমায় ডেকো না’ ও ‘আগে যদি জানিতাম’ শিরোনোমের গান দুটিও নতুন সংগীতায়োজনে কণ্ঠে তুলেছেন লিমন। রেদওয়ান রনির পরিচালনায় ভিডিও দুটি শিগগিরই আসছে ইউটিউবে।
ভিডিওটি দেখুন:

জানা গেছে, লাকী আখান্দের চিকিৎসা তহবিলে জমা দেওয়া হবে এই ভিডিওগুলো থেকে প্রাপ্ত অর্থ।
প্রসঙ্গত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তি শিল্পী লাকী আখান্দ ফুসফুস ক্যান্সারের চিকিৎসা নিতে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।
/এমএম/