সম্মানজনক দূরত্বে পিট-জোলি!

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের খবরে বিশ্ব মিডিয়ায় আলোচনার ঝড় বইছে। এরই মধ্যে তাদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

এদিকে এই বিচ্ছেদের খবরে এরই মধ্যে পরিবর্তন আসছে অনেক কিছুতেই। সেই পরিবর্তনের মধ্যে শেষ চাঞ্চল্যকর খবর হলো বিশ্বখ্যাত মোমের জাদুঘর ‘মাদাম তুসো’ কর্তৃপক্ষ হলিউডের এই সোনালি জুটির মূর্তির মাঝে দূরত্ব তৈরি করে দিয়েছে।
যাকে জাদুঘর কর্তৃপক্ষ বলছে, এক জনের কাছ থেকে অন্য জনের সম্মানজনক দূরত্ব। মাদাম তুসো’র অফিসিয়াল টুইটার পেজে তাদের অনুসারীদের জানানো হয়েছে, ব্র্যাঞ্জেলিনা যেমন ভেঙে ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা হয়ে গেছেন, তেমনি এতদিন একসঙ্গে থাকা তাদের মোমের মূর্তি দুটি একটার কাছ থেকে আরেকটিকে খানিক দূরে সরিয়ে নেওয়া হয়েছে।
দু’জনের মাঝে এখন থেকে ‘টোয়াইলাইট’ সিরিজের তারকা রবার্ট প্যাটিনসনের মূর্তি রাখা হবে।
মাদাম তুসোতে সম্মানজচনক দূরত্বে পিট-জোলির মূর্তি!এদিকে ব্র্যাড পিটের সঙ্গে বিয়ে বিচ্ছেদের জন্য আদালতে দায়ের করা আবেদনে জোলি তাদের ছয় সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি চেয়েছেন। তবে ৫২ বছর বয়সী এই অভিনেতাকে সন্তানদের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেবেন জোলি।
/এমএম/