প্রশ্ন আপনার, জবাব দেবেন মাকসুদ

মাকসুদুল হক।মাকসুদুল হক। যাকে মাকসুদ নামেই বেশি চেনেন। অনেকে ডাকেন ‘ম্যাক’ বলে। আশি ও নব্বই দশকের প্রথমার্ধে ফিডব্যাকের হয়ে কণ্ঠ-কথায় আলোড়ন তোলেন মাকসুদ। ১৯৯৬ সাল থেকে ব্যস্ত আছেন নিজের ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’ নিয়ে। পাশাপাশি সচেতনতামূলক গানেও তাকে প্রবলভাবে পাওয়া গেছে সব সময়।

তার গাওয়া ‘মেলায় যাই রে’ গান বাংলা ব্যান্ডের জন্য এক মাইলফলক। ব্যান্ড তো বটেই চলচ্চিত্র ও বাউল গানে তিনি স্বতঃস্ফূর্তভাবে এসেছেন।
ভ্রমণপ্রিয় এ তারকাকে পাওয়া গেছে অভিনয়েও। এরকম আরও অনেক জানা-অজানা তথ্য জানতে পারবেন ফেসবুক লাইভে।
নন্দিত এ সংগীতশিল্পী আসছেন বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভ শো'তে। এবং এমন আয়োজনে এবারই তার প্রথম অংশগ্রহণ।
আজ রবিবার(২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে দর্শক-ভক্ত-পাঠকদের সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন প্রতিষ্ঠানের ফেসবুক পেজের  লাইভে।
দর্শকরা তখন তাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। মাকসুদের কাছ থেকে জানতে পারবেন প্রাসঙ্গিক যে কোনও প্রশ্নের জবাব।
পাঠক-দর্শকরা চাইলে আজ (রবিবার) সকাল থেকে বাংলা ট্রিবিউনের অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/BanglaTribuneOnline/) প্রকাশ করা বিজ্ঞাপনের কমেন্ট ঘরেও প্রশ্ন জমা রাখতে পারেন। এছাড়াও লাইভ চলাকালীন দর্শক শ্রোতারা একইভাবে এতে অংশ নিতে পারবেন।
ভিডিও লাইভটি সঞ্চালনা করবেন বাংলা ট্রিবিউনের ব্র্যান্ড কনসাল্টেন্ট অভিনেত্রী বন্যা মির্জা।

মাকসুদুল হক।প্রসঙ্গত, মাকসুদ প্রতিবাদী গান লিখে ও গেয়ে দেশের রাজনীতিকদের বিরাগভাজন হয়েছেন বেশ ক’বার, নিষিদ্ধ করা হয়েছে তার গানও।

মাকসুদুল হকের পূর্ব পুরুষ ভারতের আসামে। তবে তার জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জে ১৯৫৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে তিনি অনার্স সম্পন্ন করেন ১৯৮১ সালে।

তিনি বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)’র প্রতিষ্ঠাতা সভাপতি।
এর আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি পত্রিকায় কলাম লিখে থাকেন।

/এম/এমএম/