হালদা তীরে ব্যাঙের বিয়ে!

ব্যাঙের বিয়ে এবং শুটিং ও শুটিংয়োর ফাঁকে শিল্পীরাছোটখাটো নয়, বেশ ভালো আয়োজন। বর-কনের জন্য মুকুট-পাগড়ি এনে, কলাগাছ সাজিয়ে, কলাপাতায় বিয়ে। কলাপাতা!
হ্যাঁ, এভাবেই বিয়ে হয়েছে। কারণ বর-কনে যে দুটি ব্যাঙ।
চট্টগ্রামের বিখ্যাত হালদা নদী নিয়ে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের নির্মাণ করছেন চলচ্চিত্র ‘হালদা’। এরই দৃশ্যধারণ হয়েছে এভাবে। গত সপ্তাহে হালদা নদীর পাড়ে একটি বাড়িতে এর দৃশ্যধারণ হয়।
ছবিটির জন্য এখন চট্টগ্রামে আছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা ছাড়াও অনেকে।
ফজলুর রহমান বাবু বললেন, ‌'ছবিতে আমি একজন জেলে। আমাদের গ্রাম-গঞ্জে একটা কথার প্রচলন আছে যে, ব্যাঙের বিয়ে হলে বৃষ্টি হয়। বৃষ্টি হলেই কিন্তু মা মাছেরা নদীতে এসে ডিম দেয়। এ কারণে হালদা নদীর জেলেরা ব্যাঙের বিয়ের আয়োজন করে। বেশ ধুমধাম করে এদের বিয়ে দেওয়া হয়েছে।'
বাবু জানালেন, গত ৪ দিন ধরে চট্টগ্রামের হাটহাজারিতে চলছে ছবিটির দৃশ্যধারণ। ৬ অক্টোবর পর্যন্ত সেখানে কাজ চলবে। এরপর মানিকগঞ্জসহ ঢাকার আশেপাশে এর দৃশ্যধারণ হবে।

ছবিতে ফজলুর রহমান বাবুর মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিশা। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাহিদ হাসান এবং মোশাররফ করিম।

/এম/