অর্ষা যখন দুর্গা

নাটকে দুর্গা অর্ষাটিভি নাটকে বিশেষভাবে আসছেন অভিনেত্রী অর্ষা। আর তার এ বিশেষ রূপটি হলো নির্যাতিত, নিপীড়িত ও অত্যাচারিত মানুষের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হওয়া মা দুর্গার!
একাই দশজনের সম্মিলিত ঐক্যের শক্তি। বিভিন্ন দেবতা বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে সহায়তা করে। দুর্গার এ বিশেষত্বকে ধারণ করেই নাটকের নাম রাখায়েছেন ‘দশভুজা’।
এর গল্পে দেখা যাবে, বৈকুণ্ঠপুর গ্রামের হরিদাস পাল। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মধ্যে তারাই একমাত্র কুমার পরিবার। পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে সে প্রতিমা বানায়। সেখানে একটি মন্দিরও আছে। একমাত্র মেয়ে দূর্গাকে নিয়েই হরিদাশের সংসার। কালের বিবর্তনে হরিদাশ পালের সম্পত্তির মুল্যবৃদ্ধি পেয়েছে বহুগুন। এই জমির উপর কু-নজর পরে গ্রামের প্রভাবশালী ব্যক্তি জর্নাদন সিকদারের।
সিকদার হরিদাস পালের জমিজমা দখল করার পাঁয়তারা হিসেবে একটি জাল দলিল তৈরি করে। সে হরিদাস পালকে আসন্ন পুজার আগেই জমিজমা ছেড়ে চলে যাবার নির্দেশ দেয়। আবার সে দুর্গাকে বিয়ে করতে চায়।
তখনই দুর্গার আসল রূপ দেখতে পায় সিকদার। 
শৌর্যদীপ্ত সূর্যের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শৌর্যদীপ্ত সূর্য ও সোহেল রানা। অর্ষা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ, নরেশ ভুইয়া, বড়দা মিঠু, জেরি, তালিম, সুহৃদ জাহাঙ্গীর, আমিনুল ইসলাম তুহিন প্রমুখ। এটিএন বাংলায় দশমীর রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে নাটকটি।অর্ষা নাটকে


/এম/