এক অভিনেত্রীর সংগ্রামের গল্প

নাটকের দৃশ্যে নাঈম ও শিমু।তারা একজন জনপ্রিয় অভিনেত্রী। যাকে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য নিয়মিত সংগ্রাম করতে হচ্ছে। তারা’র সঙ্গে মামুনের প্রথম সাক্ষাৎ হয় একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে।

এদিকে মামুন পেশায় একজন ফটোগ্রাফার। তার অবস্থাও অনেকটা তারা’র মতোই। শত প্রতিকূলতা, প্রতিবন্ধকতার মাঝেও এ দু’জনের প্রণয় ঘটে। প্রতিদিনের একঘেঁয়ে জীবনে রঙের ছোঁয়া লাগে।
হঠাৎ অভিনেত্রী তারা একটি বিশেষ পরিস্থিতির মুখোমুখি হন। তার সামনে দু’টি পথ খোলা, একদিকে মামুন অন্যদিকে কিছু বিশেষ দায়বদ্ধতা।
এমন গল্পে সাজানো হয়েছে একক নাটক ‘আর তারার গল্প’। এতে অভিনেত্রী চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু এবং ফটোগ্রাফার চরিত্রে এফএস নাঈম। বিভিন্ন চরিত্রে আরও আছেন রোকেয়া প্রাচীসহ অনেকেই।  
এনটিভিতে শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শিখর শাহনিয়াত।
/এমএম/