রাজের ছবিতে ব্যান্ড চিরকুট

চিরকুট।সময়ের  শ্রোতাপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের গান মানেই নতুন কিছু। যার শেষ উদাহরণ মিলেছে অমিতাভ রেজার ছবি ‘আয়নাবাজি’তেও।

সম্ভবত সেই চমক অব্যাহত রাখতে এবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘তুমি যে আমার’-এ যুক্ত হলেন ব্যান্ডটির সদস্যরা।
শত্রু যখন কাছের বন্ধু / দু’জন যখন মিত্র/ তখনি জীবন দীর্ঘ জীবন/ তখন নতুন চিত্র- চিরকুটের সুর-সংগীত-কণ্ঠে এমন কথার গানটি লিখেছেন কবির বকুল।  
গানটি প্রসঙ্গে চিরকুটমুখ শারমিন সুলতানা সুমি বলেন, ‌‘আমরা বরাবর একটু ভিন্ন কিছু শ্রোতাদের দেওয়ার চেষ্টা করি। যেহেতেু আমরা খুব কম গান করি সেহেতু যেটাই করি একটু যত্ন নিয়ে করার চেষ্টা করি। এবারের গানটি করতে আমরা বেশ সময় নিয়েছি। আশা করি দর্শক-শ্রোতারা ছবিটির সঙ্গে গানটিও উপভোগ করবেন।’
এদিকে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি নিজে খুব ভক্ত চিরকুট ব্যান্ডের। খুবই কৃতজ্ঞ সুমি আপা এবং চিরকুটের প্রতি। কারণ তারা আমাকে অসম্ভব আন্তরিকতা দেখিয়ে গানটি তৈরি করেছেন। ধন্যবাদ বকুল ভাইকেও, দারুণ কথার গানটি লেখার জন্য।’
উল্লেখ্য, ‘তুমি যে আমার’ প্রযোজনা করছে চ্যানেল আরটিভি। এটি নির্মাতা রাজের পঞ্চম চলচ্চিত্র। যার নায়ক-নায়িকার নাম চূড়ান্ত হলেও এখনও ঘোষণা করা হয়নি।
* এবার আরটিভি’র চলচ্চিত্র নির্মাণে রাজ
/এস/এমএম/