আসিফের দুই প্রথম, সঙ্গে মোনালি

আসিফ ও মোনালি।আসিফ আকবরের সঙ্গে বলিউডের মোনালি ঠাকুর এবারই প্রথম গাইছেন। অন্যদিকে এর আগে বিদেশি কোনও শিল্পীর সঙ্গে প্লেব্যাক করেননি আসিফ। এর পেছনে শক্ত কারণও ছিল। তবে এবার সেই দীর্ঘ ধারায় পরিবর্তন আনছেন দেশের অন্যতম এই কণ্ঠশিল্পী।

বুধবার (১৯ অক্টোবর) আসিফ জানান, নব্বই দশকের জনপ্রিয় ছবি ‘দোস্ত দুশমন’ নতুন আবহে ফের নির্মাণ করছেন বি.কে আজাদ। নতুন গল্পে সাজানোর প্রক্রিয়া চলছে এখন। শুরু হয়ে গেছে গানের কাজও। যেখানে আসিফের কণ্ঠে দুটি গান থাকছে। এর একটি একক অন্যটির সহশিল্পী হচ্ছেন মোনালি ঠাকুর।
তিনি বলেন, ‘এই প্রথম বাংলা ছবিতে কোনও বিদেশী শিল্পীর সঙ্গে গাওয়া হবে আমার। মোনালি দারুণ শিল্পী। গানটি ভালোই হবে আশা করি।’
এদিকে প্লেব্যাক অঙ্গনে তার গানের পরিমাণ কম প্রসঙ্গে আসিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পেশাদারিত্বের নৈতিকতা প্রতিষ্ঠার জন্যই পুরো ক্যারিয়ার জুড়ে আমি সংগ্রাম করেছি। যার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি বছরের পর বছর, তবে দমে যাইনি কখনও। আমার গান বেওয়ারিশ হবে না- এ লক্ষ্যেই কাজ করে গেছি নিরন্তর। এ ধরনের জেদ না করলে হয়তো আরও এক হাজার গান বেশি গাইতে পারতাম কিন্তু তাতে শান্তি পেতাম না।’
আরও বলেন, ‘ফিল্মের গানের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আরও আগে, গানের মালিকানায় আমার অংশীদারিত্ব থাকবে অবশ্যই আইন অনুযায়ী। যার ফলে আমি পিছিয়ে পড়েছি বারবার, হতাশ হইনি। এখন দেশে-বিদেশের শিল্পীদের সঙ্গে বেশ কিছু ছবিতে গান করছি যেখানে আমার শর্তই প্রাধান্য পেতে বাধ্য।’
প্রসঙ্গত, মোনালি ঠাকুরের সঙ্গে গানটির রেকর্ডিং কবে নাগাদ শুরু হচ্ছে এবং এটির কথা-সুর কার করা, সেই তথ্য এখনও জানাননি আসিফ। তবে ‘দোস্ত দুশমন’ ছবিতে নায়ক হিসেবে থাকছেন জয় চৌধুরী নামের একজন।  
/এমএম/