খেটে খাওয়া মানুষের কাছে হাবিব

হাবিবহাবিবের স্টুডিওতে হাসি মুখে নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির কয়েকজন খেটে খাওয়া মানুষ। পরক্ষণে তিনি নিজেও ছুটে গেছেন গ্রাম বাংলার এমন অসংখ্য মানুষের কাছে। যারা দারিদ্রকে বিদায় জানিয়েছেন নিজ শ্রমে-কর্মে।

আর এইসব দেখে হাবিব কণ্ঠে তুললেন নতুন এক গান। যার কথাটি এমন- দারিদ্র তুমি বোকা, তোমার হলো শেষ/ এই বাংলা এই মানুষ, থাকতে জানে বেশ। এভাবেই নতুন একটি মিউজিক ভিডিওতে পাওয়া গেছে হাবিব ওয়াহিদকে। যেভাবে এতদিন পাওয়া যায়নি রোমান্টিক গানে ব্যস্ত এই সংগীতশিল্পীকে।
হাবিব জানান, দারিদ্রমুক্ত হওয়ার পথে বাংলাদেশের অগ্রগতি উদযাপনের পাশাপাশি সামগ্রিক উন্নতির জন্য সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ‌‘এই বাংলা এই মানুষ’ শিরোনামের গানটি তৈরি হয়েছে বিশ্বব্যাংকের উদ্যোগে। যা গেল ১৭ অক্টোবর প্রকাশ পেয়েছে বিশ্বব্যাংকের ইউটিউব চ্যানলে।
গানটির কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। আর ভিডিওটির নির্দেশনা দিয়েছেন মারুফ রায়হান।
গানটি প্রসঙ্গে হাবিব বলেন, ‘এই গানটি আমার জন্য পরম পাওয়া। গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের কাছাকাছি যেতে পেরেছি এই গানটি দিয়ে। অনেক কিছু জানতেও পেরেছি এই গানটির সুবাদে। এরজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্বব্যাংক সংশ্লিষ্টদের প্রতি। আমি বিশ্বাস করি, আমরা দারিদ্র দূরীকরণে বিশ্বে ইতিহাস গড়বো।’
গানটি দেখতে পারেন এই লিংকে ক্লিক করে:

/এমএম/