৩০০ পর্বে শেষ হচ্ছে ‘সাতটি তারার তিমির’

মৌসুমী, স্বর্ণা ও টয়াশেষ হচ্ছে নির্মাতা আফসানা মিমির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ডলস হাউস-২, সাতটি তারার তিমির’। ২০১৪ সালের ২৯ নভেম্বর এটিএন বাংলায় শুরু হয় নাটকটি।
প্রায় দুই বছর টানা চলা এ নাটকটির শেষ পর্ব প্রচার হবে আগামীকাল (সোমবার)।
শুরুটা ডেইলি সোপ হিসেবে হলেও পরবর্তীতে তা সপ্তাহে দুইদিন করে প্রচার হয়।
এটি নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি পরিচালিত ‌‘ডলস হাউস’ ধারাবাহিকের সিক্যুয়েল।
মিমির মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরূপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন মিমি ও রাকেশ বসু।
ধারাবাহিকটির মূল সপ্তর্ষীর ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মীমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। এছাড়া আরও আছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।

এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ করে একদল বন্ধুর আবারও একত্রিত হয়। এ গল্প দিয়েই শুরু ‘সাতটি তারার তিমির’। ধারাবাহিকটির ৩০০ পর্বে এটি শেষ হচ্ছে। রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে শেষ পর্বটি।নাটকের সপ্তর্ষী

এম/