মম-নাঈম: তারা যখন প্রতিপক্ষ

প্রিয় প্রতিপক্ষ নাটকের শিল্পী মম ও নাঈম (1)মম আর নাঈম। নাটকে ভালোবেসে বিয়ে করে সংসার শুরু করেন। কিন্তু বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়ায় মমর মা!
তিনি চান না তার মেয়ে নাঈমের সঙ্গে সংসার করুক! তাই ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে সংসারে বিরোধ সৃষ্টি করেন।

এমনই ভালোবাসা আর বিরোধের গল্প নিয়ে এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে নাটক ‘প্রিয় প্রতিপক্ষ’। প্রসূন রহমানের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মনন আসাদ।
এর প্রধান দুটি চরিত্রের নাম অপু ও দীপা। এদের ভূমিকায় আছেন নাঈম ও জাকিয়া বারী মম।
আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তিষা, সুমন আচার্য্য, অপু, রাজীব রহমান, আরিয়ান, ঈশানা, মেঘা, মৌসুমী প্রমুখ।
এটিএন বাংলায় শুক্রবার রাত ১১টায় প্রচার হবে নাটকটি।
/এম/