ইন্ডিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শঙ্খচিল’

কুসুম ও প্রসেনজিৎ৪৭তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইন্ডিয়ান প্যানারোমা’ বিভাগে মনোনয়ন পেল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ছবি ‘শঙ্খচিল’।
বিশ্বের বিভিন্ন দেশের ২৩০টি চলচ্চিত্রের মধ্যে এ বিভাগে ‘শঙ্খচিল’সহ ২২টি ছবি নির্বাচন করে করে উৎসবের বিচারক কমিটি। কমিটিতে ছিলেন বিখ্যাত সব নির্মাতা, অভিনেতা ও প্রযোজকরা।
ভারতীয় সরকারের আয়োজনে দেশটির পর্যটন নগরী গোয়াতে আগামী ২০-২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। এতে এবারও বলিউডসহ ভারতের বেশ কিছু চলচ্চিত্র শিল্পের তারকারা অংশ নেবেন।
‘শঙ্খচিল’ বংলাদেশ ও ভারতের সীমান্ত জনপদের সমস্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। এতে অন্যতম প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের কুসুম শিকদার ও সাঁঝবাতি, মামুনুর রশীদ, ভারতের প্রসেনজিৎ। আরও অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, দিপঙ্কর দে, রাজেশ সিন্দে প্রমুখ। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।রোজি সিদ্দিকী, কুসুম শিকদার, প্রসেনজিৎ ও মামুনুর রশীদ

/এম/