পাইরেসির বিরুদ্ধে ‘আয়নাবাজি’ ফ্ল্যাশমব

উত্তরা এশিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে ফ্ল্যাশমব‘আয়নাবাজি’র গান ‘লাগ ভেলকি লাগ’। আর এ গানটি নিয়ে এবার অনুষ্ঠিত হলো ফ্ল্যাশমব। সোমবার (৩১ অক্টোবর) ঢাকার উত্তরা এবং নীলক্ষেত এলাকায় এটি দেখা গেছে। এগুলোর উদ্দেশ্য, পাইরেসির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা।

এদিন সকালে উত্তরাতে এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩০-৩৫ জন শিক্ষার্থী স্বপ্রণোদিতভাবে এই ফ্ল্যাশমবে অংশ নেন। আর বিকালে বিডি-পপার্স নামের একটি তরুণ গানের দল ২০-২৫ জন শিল্পীকে নিয়ে নিলক্ষেত এলাকার বলাকা সিনেমা হলের সামনে আরও একটি ফ্ল্যাশমব করে।
সম্প্রতি ব্যবসাসফল ‌‘আয়নাবাজি' ছবিটি পাইরেসির কবলে পড়েছে। আর এটি নিয়ে এখন অনলাইনে বেশ সরব রয়েছে ছবিটির ভক্তরা। তাদেরই একাংশের অংশগ্রহণে এই ফ্ল্যাশমব।

বলাকা প্রেক্ষাগৃহের সামনে ফ্ল্যাশমব:

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। এতে প্রধান চরিত্র আয়না হিসেবে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, বৃন্দাবন দাশ প্রমুখ।
চলচ্চিত্রটির মূল ভাবনা গাওসুল আলম শাওনের; চিত্রনাট্যও তিনি রচনা করেছেন অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে। নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ।
‘আয়নাবাজি’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার অর্জন করেছে।
এশিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসের ফ্ল্যাশমব:

/এম/এমএম/