বছর শেষে এক রাতের গল্প

মিলন ও মৌপ্রেমিকের হাত ধরে পালাতে গিয়ে বিপদে পড়েন শিলা। কোনও এক আঁধার রাতে তার আশ্রয় হয় মফস্বল চিকিৎসক রফিকের বাড়িতে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
শুধু এক রাতের প্রেক্ষাপটে নির্মিতব্য এই নাটকে আনিসুর রহমান মিলন সেই মফস্বল চিকিৎসক আর বাড়ি পালানো প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন নাজিরা মৌ।
আসিফ মো. নজরুলের গল্প ভাবনায় ‘রাত আঁধারী’ নামের নাটকটি পরিচালনা করছেন সুমন রেজা। নাট্যরূপ দিয়েছেন হানিফ পালোয়ান ও আসিফ মো. নজরুল। আজ ও কাল (১ ও ২ নভেম্বর) নাটকটির শুটিং চলছে গাজীপুরের মাওনায়। একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে ৩১ ডিসেম্বর রাতে বছরের শেষ নাটক হিসেবে প্রচার হবে এটি।
নাটকটি নিয়ে আনিসুর রহমান মিলন বলেন, ‘গল্পটির ধরন ভালো লেগেছে। তাই কাজটি করছি।’ অন্যদিকে নাজিরা আহমেদ মৌ বলেন, ‘চমৎকার একটি গল্পের নাটক এটি। এক রাতের কাহিনি এবং এক পোশাকের চরিত্র আমার। তার ওপর সহশিল্পী মিলন ভাই। আশা করি কাজটি ভালো হবে।’
সৃষ্টি এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস-এর ব্যানারে নির্মিতব্য নাটকটিতে আরও অভিনয় করছেন জিদান সরকার, শেলী আহসান, আসিফ নজরুল, হানিফ পালোয়ান, আ. হক, মঈন আহমেদ প্রমুখ।
/এমএম/