আপনি কি জানেন মৌসুমী গাছে চড়তে পটু!

মৌসুমী হামিদ।অভিনেত্রী মৌসুমী হামিদ শুধু অভিননয়ে নয়, আরও একটি কাজে বেশ পটু।
নাচ, কবিতা বা গানের কথা বলা হচ্ছে না। সে প্রতিভা ভিন্ন কিছুর।
বিনোদনের কাজের বাইরেও অদ্ভুত এক কাজে বেশ ওস্তাদ ধরনের এ শিল্পী! আর তা হলো- তার গাছে চড়ার ক্ষমতা। মৌসুমী যেকোনও গাছে চড়তে পারেন এবং তা অনায়াসেই!
তা সে নারিকেল, সুপারি এবং তালের মতো মসৃণই গাছই হোক না কেন!
কোথায় পেলেন এমন প্রতিভা? মুচকি হেসে বলেলন, 'ছোটবেলায় নারিকেল, সুপারি এবং তাল গাছে বেশি চড়তাম। আমার বেড়ে ওঠা সাতক্ষীরায়। সেখানে বন-জঙ্গলেই ঘুরতে আমার ভালো লাগত। আর ছোটবেলায় বাসা থেকে প্রায় আমরা ভাইবোনেরা এদিক-সেদিক পালাতাম। তখনই এ কাজগুলো করতাম।'
জানালেন, এখনও গ্রামের বাড়িতে গেলে গাছে উঠার লোভ সামলাতে বেশ কষ্ট করতে হয় তার! আর ফলের মৌসুমে নিজেই গাছ থেকে তা পেড়ে আনেন।
/এমআই/এম/