সুপারমুন রাতে দুই বাংলার ভিডিও আবেগ

শুটিংয়ে প্রীতম আহমেদ ও জয় সরকারভারত-বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা যেমনটাই হোক, ঢাকা-কলকাতার সম্পর্কটা সব নিয়মের ঊর্ধ্বে আছে এখনও। দুই বাংলার বন্ধন টিকে আছে মানুষের ভাষা, রবীন্দ্র-নজরুল, সিনেমা-গান, চিকিৎসা, ইলিশ-গরু বিনিময়সহ নানা রঙের সুতো ধরেই।

সেই বন্ধন ও বন্ধুত্ব নিয়েই ঢাকার বিষয়ভিত্তিক গানের অন্যতম শিল্পী প্রীতম আহমেদ প্রকাশ করেছেন একটি মিউজিক ভিডিও। সোমবার (১৪ নভেম্বর) সুপারমুন রাজনীকে লক্ষ্য করে ইউটিউবে প্রকাশিত এই গানটির শিরোনাম ‘ঢাকা টু কলকাতা’। দৃষ্টিমুগ্ধ এই ভিডিওটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা ফরহাদ আহমেদ। যেখানে গানটির কথার সঙ্গে সঙ্গত রেখে তিনি ক্যামেরার চোখে তুলে এনেছেন ঢাকা ও কলকাতার বিভিন্ন স্থান ও ঐতিহ্য-সংস্কৃতি।   
স্বাভাবিক, কণ্ঠের পাশাপাশি গানটির কথা-সুর-সংগীতায়োজনে ছিলেন প্রীতম নিজেই। তবে এবার আর একাই গেয়ে নেননি। সঙ্গে রেখেছেন কলকাতার অন্যতম সুরকার-গায়ক জয় সরকারকেও। প্রীতম জানিয়েছেন, জয়ের সঙ্গে নাকি তার বন্ধুতা প্রায় এক যুগেরও বেশি। আর গানের কথা ও ভিডিওতেও সেই বন্ধুত্বের গল্পটাই ঘুরে ফিরে উঠে এসেছে বলে জানান তিনি।
একই গানে-ভিডিওতে দুজন পুরুষ কণ্ঠ! ওপার থেকে একজন নারী কণ্ঠ হলে ভালো হতো না? তাই তো চলছে...। 

জবাবে প্রীতমের কণ্ঠে ‘ভিন্ন’ কিছু করে ফেলার দিব্বি। বললেন, ‘ইচ্ছে করেই তেমন কিছু করিনি। কারণ সবাই ওভাবেই দেখে বিষয়গুলোকে। তাছাড়া আমার লিরিক, সুরের স্কেল, গানের স্পিরিট এবং ভিডিও কনসেপ্টের সঙ্গে জয় সরকারই পারফেক্ট ছিল। তাই আর ডানে বামে তাকালাম না। প্রত্যাশা করি দুই বাংলার সম্পর্কের নতুন এক গল্প পাবেন এই দুই বন্ধুর গানচিত্রে।’

আরও বলেন, ‘‘ভারত ও বাংলাদেশ দুটো আলাদা রাষ্ট্র হলেও ঢাকা-কলকাতার সম্পর্ক সাহিত্যে, সংগীতে, ভাষায়, উৎসবে মিলে মিশে একাকার। ৪০০ বছরের বেশি সময় ধরে চলমান এই সম্পর্কের সূত্র ধরেই আমার গান-ভিডিও ‘ঢাকা টু কলকাতা’।’’
গানটির কথাগুলো এমন- ওপার থেকে বন্ধু ডাকলে এই পারেতে শোনা যায়/ এপার থেকে বন্ধু ডাকলে ঐ পারেতে শুনতে পায়/ আমি থাকি ঢাকা আমার বন্ধু থাকে কলকাতায়/ একই ভিটার এপার ওপার বিভক্তিটা সীমানায়…।
গানটি পাবেন এই লিংকে:

/এমএম/