ট্রাম্পকে ‘না’ এলটন জনের!

এলটন জনযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ব্রিটিশ সংগীত তারকা এলটন জনের গান পরিবেশন করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তার মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এ খবরের কোনও সত্যতা নেই।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে সমর্থন করেছিলেন এলটন জন। অক্টোবরে লস অ্যাঞ্জেলসে হিলারির জন্য একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে গিয়ে এলটন জন বলেছিলেন ‘হোয়াইট হাউজে মানবিক বোধসম্পন্ন ব্যক্তি দরকার, কোনও বর্বরকে নয়।’

অবশ্য এ সংগীত তারকার সমর্থন না পেলেও ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় এলটন জনের রকেট ম্যান ও টাইনি ড্যান্সার গানগুলো ব্যবহার করতে দেখা গেছে। নির্বাচনের পর ট্রাম্পের অন্তর্বর্তী দলের পক্ষ থেকে জানানো হয় আগামী বছরের জানুয়ারিতে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে এলটন জন গান পরিবেশন করতে পারেন। ট্রাম্পের অন্তর্বর্তী দলের সদস্য অ্যান্থনি স্কারামুচচি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির হার্ড টক অনুষ্ঠানে বলেছিলেন, ‘জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সংগীত পরিবেশন করতে পারেন জন।

তবে লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এলটন জনের মুখপাত্র সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। বলেছেন, ‘মোটেও এর সত্যতা নেই’।

সূত্র: বিবিসি

/এফইউ/এম/