প্লেব্যাকে জামিল

জামিলজামিল হোসেন পরিচিতি পেয়েছেন কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর মাধ্যমে। কৌতুক ও মজার উপস্থাপনায় লোক হাসাতে পটু তিনি। সেসময় তাকে গান গাইতেও দেখা গেছে। এরপর দেশে এসে অভিনয় করছেন নাটক ও চলচ্চিত্রে।
সর্বশেষ অভিনয় করেছেন ‘আয়নাবাজি’তে। আরও একটি ছবির ছবির খবর তিনি দিলেন। নাম- ‘রং ঢং’। এতে তো অভিনয় করছেনই, পাশাপাশি চলচ্চিত্রটির জন্য এবার গাইলেনও এ শিল্পী।
জামিল বললেন, ‘হ্যাঁ, এটাই আমার প্রথম প্লেব্যাক। মীরাক্কেলে থাকতে প্রায় গান গাইতাম। গান নিয়ে তাই আমার একটা স্বপ্নও আছে। এর মাধ্যমে সে স্বপ্ন কিছুটা হলেও পূরণ হলো।’
গানটির লেখা ও সুর করেছেন জামিল নিজেই। আর সংগীত করেছেন ফোয়াদ নাসের বাবু।
জামিল জানালেন, ছবিতে তাকে সংগীতের শিক্ষক হিসেবে দেখা যাবে। চরিত্রের কারণেই তাতে গান গাইতে হবে।‌
‘রং ঢং’ ছবিটি পরিচালনা করেছেন আহসান আনোয়ার। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ডা. এজাজ, ফারুক আহমেদ ও প্রাণ রায়সহ অনেকে। ছবিটি আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে।
/এমআই/এম/