জ্যোতি যেভাবে রাজাকারের স্ত্রী!

রহমতউল্লাহ ও জ্যোতি। ছবি সংগৃহীতএকাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক। যেখানে অভিনেত্রী জ্যোতিকে দেখা যাবে বেশ অন্যভাবে। নাটকে সিনিয়র অভিনেতা রহমতউল্লাহ তার স্বামী। বয়সের পার্থক্য থাকলেও জোর করে জ্যোতিকে বিয়ে করেন রহমতউল্লাহ। 

আর এ মানুষটি হলো পাক আর্মিদের সহায়তা করা রাজাকার। নাটকটি নাম ‘জবানবন্দী’। এটি পরিচালনা করেছেন রুলীন রহমান।

জ্যোতি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম রেখা। মুক্তিযুদ্ধের সময় গ্রামের ভণ্ডপীর পাক আর্মির হাত থেকে রক্ষার নামে নানারকম প্যাঁচে ফেলে রেখার পরিবারকে। বিয়েতে বাধ্য করেন রেখাকে। অসহায় হিন্দু পরিবারটির এছাড়া আর কোনও উপায় থাকে না।’
এদিকে মুক্তিযুদ্ধের আরও একটি নাটকে দেখা যাবে জ্যোতিকে।
এর নাম ‘জয়গুণের জয়গান’। পরিচালনা করেছেন দিল মোহাম্মদ দিলু। এখানে জ্যোতিকে নাম ভূমিকায় দেখা যাবে।

/এমআই/এম/