এই শীতে রোদ পোহানোর গান...

সারোয়ার শুভ। ছবি: মইদুল ইসলামশীত এসে গেছে। দুদিন হলো অন্তর্জালে ঘোরাফেরা করছে একটি রোদ পোহানোর গান! খুব পরিচিত কেউ নন। তবে গানটির কথা-সুর কিংবা গায়কী এই শীত সময়ে যে কারোর ভালোলাগার অনুসঙ্গ হতেই পারে।

‘‌চল নামি' শিরোনামের গানটি লিখে সুর করে কণ্ঠে তুলেছেন তরুণ সংগীতশিল্পী সারোয়ার শুভ। অংকুর মাহমুদের সংগীতায়োজনে একটু অন্য স্বাদের গানটির কথাগুলো এমন- চল নামি রোদ পোহাতে/ তোর মনে বারান্দাতে/ ঘোর প্রেমে ভিজিয়ে দে তুই/ তোর মনে আকাশটা ছুঁই.../ শীত লাগা বুক ঘিরেছে অসুখ/ বাঁধ ভাঙা উপমায়...।
গানটির লিরিক ভিডিও শীতের বিশেষ সিঙ্গেল হিসেবে ৭ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করেছে ঈগল মিউজিক। চাইলে শুনে নিতে পারেন এই লিংক থেকে-

বছর তিনেক আগে সারোয়ার শুভর প্রথম গান রেকর্ডিং হয় মিশ্র অ্যালবাম ‘চপল ফিচারিং একা আমি’র জন্য। গানটি ভালোই জনপ্রিয়তা পায় তখন। একই সময় বন্ধুদের নিয়ে ‘ইউটোপিয়া’ নামে একটা ব্যান্ড গড়েন, যদিও এগোয়নি সেটি। তারপর ভরসা রাখেন নিজের কথা-সুর-কণ্ঠের ওপর। প্রকাশ করলেন প্রথম একক ‘বিলবোর্ড ভালোবাসা’। হিট না হলেও সংগীতশিল্পী হিসেবে সেটি থেকেও বাহবা পেয়েছেন এই তরুণ।
শুভ জানান, ‘চল নামি’ গানটির ভিডিও ছাড়াও নতুন বছরে ২য় একক প্রকাশের গতি নিয়ে এগুচ্ছেন তিনি। বলছেন, ‘‘চল নামি’ দিয়ে আপাতত শীতটা কাটাতে চাই রোদ আরামে।’’
/এমএম/