স্টার সিনেপ্লেক্সে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী

স্টার সিনেপ্লেক্সে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীআমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন ১৬ ডিসেম্বর। লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় কাক্ষিত স্বাধীনতা।

এ বছর উদযাপিত হচ্ছে বিজয়ের ৪৫ বছর। যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি তাদের প্রতি অসীম শ্রদ্ধা রেখে এবারের বিজয় দিবস উপলক্ষে স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছে পাচঁ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।
১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনীতে থাকছে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বেশ কিছু চলচ্চিত্র। যার মধ্যে রয়েছে ‘অনিল বাগচীর একদিন’, ‘মেঘমল্লার’, ‘একাত্তরের মা জননী’ এবং ‘লাল সবুজের সুর’।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শিত ছবিগুলোর জন্য টিকেটের হার নির্ধারণ করা হয়েছে যে কোনও শো-এর জন্য শুধুমাত্র ২০০ টাকা । স্টার সিনেপ্লেক্সের নিয়মিত শো টাইমে ছবিগুলো প্রদর্শিত হবে।
/এমএম/