সামিনার গানে টেলিফ্লিক্স-এর যাত্রা

সামিনা চৌধুরী। ছবি: সংগৃহীত‘চেনো আমাকে, আমি দেশ, আমি মানচিত্র, আমি বাংলার আকাশ…’। এমনই সুন্দর সব কথামালা দিয়ে সাজানো একটি নতুন দেশের গানের প্রদর্শনীর মধ্য দিয়ে যাত্রা করলো সরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক-এর ভিডিও ষ্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টেলিফ্লিক্স’।

‘চেনো আমাকে’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। নাদিয়া জান্নাতের কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আর ভিডিওটি তৈরি করেছেন অংকন ও মাইন। এটি একইসঙ্গে টেলিফ্লিক্স ও ইউটিউবে দেখতে পারবেন শ্রোতা-দর্শকরা।
এই গানটির মাধ্যমে ১৫ ডিসেম্বর দুপুরে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় টেলিফ্লিক্স-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, ই.বি.সল্যিউশন’স লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইয়সুফজাই, সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, সামিনা চৌধুরী, তপন চৌধুরী, জানে আলম, সুমন কল্যাণ, এম.আই.বি’র সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, গীতিকার হাসান মতিউর রহমান প্রমুখ।
টেলিটক কর্তারা জানান, ‘টেলিফ্লিক্স’ মূলত একটি ভিডিও ষ্ট্রিমিং সার্ভিস, যেখান থেকে টেলিটক ব্যবহারকারীরা ষ্ট্রিম করে দেখতে পারবেন তাদের পছন্দের সব বাংলা গানের ভিডিও, চলচ্চিত্র, নাটক, স্বাস্থ্য ও বিনোদনের বিশাল এক সম্ভার। ভোক্তারা তাদের মুঠোফোনের মাধ্যমে ‘টেলিফ্লিক্স’-এ সাবস্ক্রাইব করে অথবা ‘টেলিফ্লিক্স’ অ্যাপ ডাউনলোড করে,  দেশের যে কোনও জায়গা থেকে যে কোনও মুহুর্তে অনায়াসে দেখতে পারবেন তাদের পছন্দের সব অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সামিনা চৌধুরীর সঙ্গে অন্যরা/এমএম/