নেপাল উৎসবে জুরি হলেন মৌ

তাসমিয়াহ্ আফরিন মৌইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব নেপাল (আইএফএফওএন)-এর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জুরি মনোনীত হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তাসমিয়াহ্ আফরিন মৌ।

অল নেপাল সিনেওয়ার্কারস অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। ১১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত নেপালের ধারান-এ চলবে এই উৎসব।  
এই উৎসবে অন্যান্য জুরিরা হচ্ছেন, চীনের নির্মাতা ও বেইজিং চলচ্চিত্র আকাদেমির প্রধান শিয়ে ফেই এবং বেলগ্রেড এর চলচ্চিত্র শিক্ষক ড. ড্রাগান মিলিঙ্কোভিচ।
ফেস্টিভ্যালটির আন্তর্জাতিক পরামর্শদাতা এবং ইন্ডিয়ান ফিল্ম ক্রিটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার জুরিদের মনোনীত করেন।
গেল ডিসেম্বরে খনা টকিজ প্রযোজিত, তাসমিয়াহ্ আফরিন মৌ এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ভারতের মুম্বাইয়ে ১৫তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালে জুরি স্পেশাল মেনশন পুরস্কার অর্জন করে। এবং বাংলাদেশের ১৪তম  আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে ছবিটি তারেক শাহারিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
/এমএম/