ফেসবুক ফেইক আইডির গল্প

একটি দৃশ্যে নাঈম ও মমরাজকুমার ও প্রজাপতি, দু’টি ফেসবুক ফেইক আইডির গল্প। যেখানে কেউ কাউকে না চিনলেও একে অন্যকে ভালোবেসে ফেলেন।

কিন্তু রাজকুমার যেদিন জেনে যায় যে প্রজাপতি আসলে তার কল্পনার মানুষটার মতো সুন্দর নয় সেদিন থেকে শুরু হয় বিপত্তি। প্রজাপতির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় রাজকুমার। মানসিকভাবে ভেঙে পড়েন প্রজাপতি।
অনেক বছর পর আফরান নামের এক ছেলের সঙ্গে পরিচয় হয় প্রজাপতি নামধারী অধরার। ঘটনাক্রমে অধরা জানতে পারেন আফরান-ই তার সেই ভালোবাসার মানুষ ‘রাজকুমার’। ঘৃণা আর দুঃখ নিয়ে চলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অধরা।
ডাক্তার জানিয়ে দেন অধরাকে বাচাঁনো অসম্ভব- এমন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘রাজকুমার ও প্রজাপতির গল্প’। আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাঈম ও মম।
আজ, ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।
/এমএম/