শীতার্ত মানুষের জন্য রাফাতের গান

রাফাত। ছবি: সংগৃহীতশীতে গরীব-দুঃখী মানুষরা কষ্টে থাকে। শীতবস্ত্র কেনার মতো তাদের সামর্থ্য থাকে না। সমাজের বিত্তবান মানুষ থেকে শুরু করে, যাদের যতটুকু দেওয়ার সামর্থ্য অাছে তা দিয়েই আসুন এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।
সুফী গায়ক রাফাত গানে গানে এই কথাগুলিই বলতে চেয়েছেন।
‘কনকনে শীতে কাঁপছে সারাদেশ/ উষ্ণতার চাদর গায়ে অামরাতো অাছি বেশ/ কুঁড়েঘরে ফুটপাতে থাকে যারা/ পায়না জামা কাপড় তারা/ তাদের দিকে কয়জনা তাকাই/ চলো এই শীতে পাশে দাঁড়াই/ কষ্টের মুখে হাসি ফোটাই....’।
এমন কথার গানটি লিখেছেন তারেক অানন্দ।
গানটি প্রসঙ্গে রাফাত বলেন, ‘গানের কথা পাওয়ার পর সংগীত পরিচালনার পাশাপাশি আমিই কণ্ঠ দিয়েছি। কারণ শীত নিয়ে অনেক রোমান্টিক গান অাছে। শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গান রচিত হয়েছে কিনা আমার জানা নেই। আমরা যে বার্তা দিতে চাই, সারা দেশের মানুষ তা পেয়ে যাবে এই গানের মাধ্যমে।’
গানটি ৪ জানুয়ারি প্রকাশ পেয়েছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।

/এমএম/