‘গেরিলা’র জন্য মামলা করবেন নাসির উদ্দীন ইউসুফ

‘গেরিলা’র জন্য মামলা করবেন নাসির উদ্দীন ইউসুফ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ছবি ‘গেরিলা’।  মুক্তিযুদ্ধনির্ভর এ ছবিটি অনলাইনে বিনা অনুমতিতে প্রচারের কারণে ক্ষুব্ধ হয়েছেন এর পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।

বঙ্গ বিডি নামে অনলাইনের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ছবিটি অনুমতি ছাড়াই প্রচার করছে। বিষয়টি নিয়ে এবার তাই আইনি পদক্ষেপের কথা ভাবছেন পরিচালক।
তিনি জানান, ‘‘সম্প্রতি আমি একটি ছবির অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রথম জানতে পারি অনলাইনভিত্তিক বাণিজ্যিক এ প্রতিষ্ঠান ‘গেরিলা’ ছবি প্রদর্শন করছে। বিষয়টি শোনার পর হতবাক হয়েছি। ছবিটি আমার কন্যা এশা ইউসুফ প্রযোজিত ও আমার পরিচালিত। অথচ আমরা কোনও কিছুই জানি না! চলচ্চিত্রটি বঙ্গ বিডি নামের এ প্ল্যাটফর্মে ৬ লক্ষেরও বেশি দর্শক দেখেছেন। এই প্রদর্শনীর বিনিময়ে উক্ত পোর্টাল বৃহৎ অংকের অর্থ উপার্জন করেছে যা সম্পূর্ণ রূপে অবৈধ। কী করে একটি পোর্টাল এই ধরনের অবৈধ কর্মে লিপ্ত তা আমার বোধগম্য নয়। তাই আমি মামলা করার কথা ভাবছি।’’
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এ ছবিটি নিয়ে তিনি আরও বলেন, ‘‘দেশের মানুষের কাছে জনপ্রিয় ছবি ‘গেরিলা’। আমাদের অনুমতি ছাড়া প্রতি বছর জাতীয় দিবসগুলোতে দেশের সর্বত্র অব্যবসায়িক ভিত্তিতে প্রদর্শিত হয় যা আমদের জন্য গৌরবের ঘটনা। লক্ষ লক্ষ মানুষ এই চলচ্চিত্রটিকে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে বিবেচনা করে যা আমাদের পরম প্রাপ্তি। কিন্তু সম্পূর্ণ ব্যবসায়িক একটি প্রতিষ্ঠান আমাদের অনুমতি ব্যতিরেকে ছবিটি দীর্ঘ সময় ধরে তাদের পোর্টালে প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা অবৈধ ভাবে উপার্জন করছে যা আইন পরিপন্থী ও অমার্জনীয় অপরাধ।’’
তিনি আরও জানান, শিগগিরই ছবিটিরি জন্য বঙ্গ বিডির বিরুদ্ধে আদালতের দারস্থ হবেন।
/এম/এমএম/