তিন দিনব্যাপী ‌‘সেলিম আল দীন স্মরণ উৎসব’

সেলিম আল দীন।১৪ জানুয়ারি নাট্যাচার্য সেলিম আল দীন প্রয়াণ দিবস। এ উপলক্ষে এদিন থেকে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‌‘সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৭'।
আয়োজন চলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
বরাবরের মতোই এটির আয়োজন করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার। সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।
সেলিম আল দীন স্মরণ উৎসব পর্ষদ থেকে জানানো হয়, আয়োজনের শুরু হবে ১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে প্রয়াতের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিকাল ৩টায় শিল্পকলা একাডেমিতে থাকছে সেমিনার। যেখানে সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
সন্ধ্যা ৬টা আয়োজনের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে নাটক। পরপর তিন দিন তিনটি নাটক মঞ্চায়ন হবে।
/এমআই/এম/