কার্দাশিয়ানকে জিম্মির ঘটনায় গ্রেফতার ১৬

কিমপ্যারিসে গত বছর মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান জিম্মি করে ডাকাতির ঘটনায় সোমবার ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফরাসি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের গড় বয়স ৫০ বছর। সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৭২। প্যারিসের নরমান্ডি এলাকা থেকে সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। টানা তিন মাসের তদন্তের পর তাদের গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ পরীক্ষার পর গ্রেফতারকৃতদের নজরদারিতে রাখা হয়েছিল।
গত বছর অক্টোবরে একটি ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসের বিলাসবহুল এক হোটেলে উঠেছিলেন কিম কার্দাশিয়ান। তখন মুখোশধারী কয়েকজন অস্ত্রের মুখে জোর করে কক্ষে ঢুকে তাকে বেঁধে ফেলে। এরপর তারা কার্দাশিয়ানের কাছ থেকে ৯০ লাখ ইউরো মূল্যের স্বর্ণালংকার লুট করে।
ফ্রান্সের ওই ঘটনা নিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে প্রথমবারের মতো ৩৬ বছর বয়সী কার্দাশিয়ান মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমার আশংকা ছিল, ডাকাতরা ধর্ষণ করবে। হয়তো মেরেও ফেলতে পারত।’
তিনি আরও বলেন, ‘বেরোনোর কোনও পথ ছিল না। ব্যাপারটা মনে হলেই এখনও আমি হতাশ হয়ে যাই।’
সূত্র: বিবিসি
/এএ/এম/