হ্যাপীর জন্য লাকী!

‘গানের ফেরিওয়ালা’র অনুষ্ঠানে লাকীসহ অন্য শিল্পীরা
শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ দু’ বছর ধরে ফুসফুস ক্যানসারে ভুগছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে চলছে তার চিকিৎসা। তবে এ অবস্থায় গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এসেছিলেন একটি অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে।
আর কারণটাও বেশ আবেগের। কারণ অ্যালবামে আছে তার ভাই অকাল প্রয়াত হ্যাপী আখন্দের একটি গান। ‘গানের ফেরিওয়ালা’ নামের এ অ্যালবামে হ্যাপী ছাড়াও আছে প্রয়াত বরেণ্য বেশ কয়েকজন শিল্পীর গান।
তারা হলেন-রবীন্দ্রনাথ ঠাকুর, আজম খান, নিলয় দাস, জাফর ইকবাল, জুয়েল, শেখ ইশতিয়াক। অ্যালবামের গায়ক তানভীর শাহীন।

অনুষ্ঠানে লাকী ছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী তপন চৌধুরী, মাকসুদুল হক, ফুয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, দিলরুবা খান, জানে আলম, লাবু রহমান ও রুমেলসহ অনেকে।
তারা সবাই শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।
শিল্পী তানভীর জানান, অ্যালবামে তার একটি মৌলিকসহ ৯টি গান রাখা হয়েছে। গানগুলো হলো- নীল নীল শাড়ি, দূরে চলে গেলে যদি, ভালোবাসা যদি, নীলাঞ্জনা, এক ডালি ফুল, ও চাঁদ সুন্দর, সেই যে চলে গেলে, সহেনা যাতনা ও গানের ফেরিওয়ালা।
/এম/