নতুন আঙ্গিকে এশিয়ান টেলিভিশন-রেডিও

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হারুন-উর-রশিদ ও অন্যরা। ছবি: সাজ্জাদ হোসেনবিনোদন এবং বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে ২০১৭ সালে নতুন আঙ্গিকে দর্শকের সামনে আসছে এশিয়ান টেলিভশন। যাতে থাকছে শতভাগ বাঙ্গালীয়ানা। চতুর্থ বর্ষপূর্তির আগে আজ, রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান রেডিও’র চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশিদ, সিআইপি।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিদেশি চ্যানেল আর সংস্কৃতির আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে চ্যানেলটি। উক্ত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হারুন-উর-রশিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বার্তা বিভাগের ইনচার্জ বিপ্লব শাহরিয়ার। তিনি জানান, দেশি-বিদেশি দর্শকদের মন জয় করে আগামী ১৮ জানুয়ারি পঞ্চম বর্ষে পর্দাপণ করছে এশিয়ান টেলিভিশন। একইসঙ্গে চার পেরিয়ে পাঁচে পা রাখছে এশিয়ান রেডিও। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দর্শক-শ্রোতাদের জন্য আন্তর্জাতিক মানের অনুষ্ঠানমালা নিয়ে আসছে এশিয়ান পরিবার।

মানসম্পন্ন অনুষ্ঠান র্নিমাণে সবার সহযোগিতা চান এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান রেডিও’র চেয়ারম্যান। গণমাধ্যম দু’টিকে এগিয়ে নিতে গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো অনুষ্ঠান নির্মাণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান তিনি। বিদেশি চ্যানেল ও সংস্কৃতির আগ্রাসন রোধে শিল্পী, কলাকুশলী এবং সংবাদকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা চান চ্যানেলটির চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের অতিরিক্ত অনুষ্ঠান প্রধান রুমানা রহমান।

/এমএম/