পঞ্চ কবির গান নিয়ে অন্যরকম আয়োজন

সম্মাননা প্রদানশুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মীনা ট্রাস্টের আয়োজনে ধানমন্ডিস্থ মীনা হাউজে অনুষ্ঠিত হয় অন্যরকম গানের আসর। পঞ্চ কবির গান দিয়ে সাজানো এই আয়োজনের নাম- ‌‘কে আবার বাজায় বাঁশি’।

বাংলাদেশের খ্যাতনামা চার জন সংগীতশিল্পী ও ভারতের পঞ্চ কবির গানের অন্যতম শিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায় এতে উপস্থিত ছিলেন। পঞ্চকবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেনের বিভিন্ন গান পরিবেশন করে পাঁচ শিল্পী মুগ্ধতা ছড়ান উপস্থিত অতিথি-শ্রোতাদের।
অনুষ্ঠানের শুরুতেই মীনা ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রবীণ গিটার শিল্পী ও প্রশিক্ষক এনামুল কবিরকে। বাংলা সংগীতের প্রথম স্বরলিপি বইয়ের স্রষ্টা এই গুণী শিল্পীর অনন্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী সাঈদা হোসেন পাপড়ি। এরপর পর্যায়ক্রমে পরিবেশন করেন গোলাম হায়দার, জাকির হোসেন তপন, আমিনা আহমেদ ও সবশেষে কলকাতার ঋদ্ধি বন্দোপাধ্যায়।
গাইছেন আমিনা আহমেদগানের ফাঁকে ফাঁকে শিল্পীগন তাদের সংগীত জীবন ও পঞ্চ কবির গান নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ অংশে ঋদ্ধি বন্দোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্য পুষ্প  ভরা’ গানটি সংস্কৃত অনুবাদে পরিবেশন করেন।

অনুষ্ঠানটি প্রসঙ্গে জেমকন গ্রুপের পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ বলেন, ‘পঞ্চ কবির গানের চর্চা বাঁচিয়ে রাখার জন্যই আমাদের এই প্রয়াস। ভবিষ্যতে আমরা এরকম আরও সংগীতসন্ধ্যার আয়োজন করবো।’
সম্মিলিত কণ্ঠে গান/এমএম/