কনসার্টে অংশ নেবেন ববিতা!

ববিতা। ছবি ওমর ফারুক টিটু
বেশ কিছুদিন হলো চলচ্চিত্রে অভিনয় করছেন না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। ব্যস্ত আছেন পরিবার নিয়ে। পাশাপাশি আরও একটি কাজে তাকে ব্যস্ত হতে দেখা যায়। আর সেটি হলো- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সচেতনতামূলক কর্মকাণ্ড। নিজেও বিশ্ব শিশু অধিকারবিষয়ক সংস্থা ডিসিআই-এর শুভেচ্ছাদূত।

এবার তিনি শিশুদের জন্য একটি কনসার্টে অংশ নিচ্ছেন। আগামী ৩ ফেব্রুয়ারি চ্যারিটিমূলক এ কনসার্টটি হবে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে। এটি যৌথভাবে আয়োজন করছে ডিসিআই ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ।
কনসার্টটি গাইবেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদীসহ কয়েকটি ব্যান্ড। ববিতা শুধু শিশুদের প্রতি সচেতনতা তৈরির জন্য কনসার্টের মঞ্চে উঠবেন।
এদিকে কনসার্টটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক ডিসিআই ও আইপিডিসি। বিষয়টি নিশ্চিত করেছেন আইপিডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম। তিনি জানান,  আগামীকাল মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এটি অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট শিল্পীরা উপস্থিত থেকে কনসার্ট সম্পর্কে বিস্তারিত জানাবেন।

/এম/