ট্রাম্পকে নিয়ে ম্যাডোনার গান?

ম্যাডোনা 
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার কথা বলে বেশ আলোচনায় এসেছিলেন পপ তারকা ম্যাডোনা। ছেড়ে দেননি ট্রাম্পও।

ম্যাডোনাকে বিরক্তিকর বলে আখ্যায়িত করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ম্যাডোনার লড়াই নতুন রূপে এবার হাজির হতে যাচ্ছে। যে গান গেয়ে লাখো ভক্তের মন জয় করেছেন ম্যাডোনা, এবার বোধহয় সেই গানকেই ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করতে যাচ্ছেন তিনি।
বিনোদন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, গীতিকার ব্রুস রবার্টস তার ‘এনাফ ইজ এনাফ’ গানটি ম্যাডোনার কণ্ঠে রেকর্ড করতে চান। শুধু রেকর্ডই নয়, গানের নতুন সংস্করণে অন্তরাটুকু রেখে বাকি পরিবর্তনও চান ব্রুস। আর নতুন কথামালায় থাকবে ট্রাম্পের শাসনের সমালোচনা। গীতিকার চান, এটি লিখবেন ম্যাডোনা স্বয়ং। লক্ষ্য থাকবে ট্রাম্পকে বলা, যথেষ্ট হয়েছে, এবার থামুন।

ব্রুস রবার্টস জানিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চান না। তবে ট্রাম্প যে দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, তা তুলে ধরা দরকার।

অবশ্য এ বিষয়ে সরাসরি এখনও রবার্টস বা ম্যাডোনা কিছু বলেননি। তবে টিএমজেড দাবি করছে, শিগগিরই গানটির রেকর্ড হতে পারে।

/এএ/এম/