তবে এমন আয়োজন ঘোষণার ঠিক এক দিনের মাথায় আজ শুক্রবার দুপুর নাগাদ কনসার্টটি বাতিলের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টেলস লিমিটেড।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়ুয়া জানান, সব ধরনের প্রস্তুতি থাকার পরও অনিবার্য কারণবশত কনসার্টটি স্থগিত করেছেন তারা। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের পরবর্তী তারিখ সবাইকে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি বিকাল তিনটা থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আয়োজক জানিয়েছেন এতে অংশ নিবেন ইন্ডিয়ান আইডলখ্যাত তোরসা সরকার, কলকাতার অর্ক মুখার্জি এবং বাংলাদেশ থেকে হৃদয় খান, ঐশি, ব্যান্ড এলআরবি ও ডাকঘর।
/এমএম/