বইমেলায় ‘নির্বাচিত বব ডিলান’

বইটির প্রচ্ছদসাহিত্যের সংজ্ঞা বদলে দেওয়া মার্কিন সংগীত কিংবদন্তি বব ডিলান। গান লিখে তিনি জয় করেছেন সাহিত্যে নোবেল।
১১৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও গীতিকবি সাহিত্যে নোবেল পেলেন।
ভিনদেশের এই গায়ক-গীতিকারের প্রতি বাংলাদেশের মানুষের রয়েছে আলাদা দুর্বলতা। একাত্তরে এদেশের  গণহত্যার প্রতিবাদে  এবং শরণার্থীদের আর্থিক সহায়তায়  নিউইয়র্কে বিটলস শিল্পী জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশংকরের উদ্যোগে অনুষ্ঠিত  ‌‌‘দ্য কনসার্ট ফর বাংলাদেশে’-এ তিনি গান গেয়েছিলেন।   
তাকে নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হয়েছে ‘নির্বাচিত বব ডিলান: গীতিকবিতা-আত্মজীবনী-সাক্ষাৎকার’ শিরোনামের একটি বই। এটির ভাবানুবাদ ও সম্পাদনা করেছেন সাংবাদিক বিপুল হাসান।
তিনি জানান বইটিতে থাকছে-  বব ডিলানের ২২টি গানের ভাবানুবাদ, আত্মজীবনীর চুম্বক অংশ, পাঁচ দশকের নির্বাচিত সাক্ষাৎকার, গানের ডিলান সাহিত্যে নোবেল কেন পেলেন, একাত্তরের বন্ধু, এক জীবনে বব ডিলান, ডিলানের জীবনে প্রেম ও নারী, বব ডিলানের যতো অ্যালবাম, চলচ্চিত্রের ডিলান, ডিলান বচন, ডিলানের নোবেল ভাষণ এবং প্রাসঙ্গিক আরও কিছু বিষয়ভিত্তিক লেখা।
বইটি পাওয়া যাবে একুশে বইমেলার দেশ পাবলিকেশন্স (স্টল: ৫০২-৫০৩) স্টলে।
/এমএম/