লোহানকে হিজাব খুলতে বাধ্য করে!

লোহানকে হিজাব খুলতে বাধ্য করে!গত কয়েকমাস সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরা লিন্ডসে লোহানের ছবি ঘুরে বেড়াচ্ছিল। গুজব রটে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই হলিউড অভিনেত্রী! বিষয়টির সত্যতা মেলেনি কোথাও।

বরং এর কাছাকাছি একটি তথ্য জানিয়েছিল ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস ও বিজনেস স্ট্যান্ডার্ড।
জানিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ নয় বরং ইসলাম বিষয় নিয়ে পড়াশোনা করছেন লিন্ডসে। তবে এখন বলা যায়, তিনি ইসলাম ধর্ম চর্চাও করছেন।
এ জন্য তিনি এখন নিয়মিতই হিজাব পরেন। আর ঠিক এ কারণেই এবার হেনস্তার শিকার হলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। তিনি মূলত লন্ডনের হিথ্রু বিমানবন্দরে থেকে বের হচ্ছিলেন।
লিন্ডসের ভাষ্য, ‘আমি হিজাব পরেছিলাম। আর এ কারণে আমাকে বিমানবন্দরে থামানো হয়। এমন অভিজ্ঞতার মুখোমুখি আমি কখনও হইনি। এরপর বিমানবন্দর নিরাপত্তা অফিসার আমার পাসপোর্ট চেক করেন। পরে তিনি চমকে উঠে বলেন, লিন্ডসে লোহান! আমি খুব দুঃখিত!’
তারপরও সে নিরাপত্তাকর্মী লিন্ডসেকে বলেন, তবুও আপনার হিজাবটি একটু খুলতে হবে!
এদিকে, লন্ডনে পৌঁছে মঙ্গলবার সকালে একটি ভিডিও পোস্ট করে হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী লিখেন, ‌‘গুড মর্নিং ব্রিটেন’। এরপরই ভিডিওটির মাধ্যমে হেনস্তার এ তথ্যটি প্রকাশ করেন তিনি।
সূত্র: এনডিটিভি
/এম/এমএম/