মাসুদ সেজানের ডাবল সেঞ্চুরি

চলিতেছে সার্কাস-এর একটি দৃশ্যআজ (২৭ ফেব্রুয়ারি) রাতে সফলতার ২০০তম পর্বের মাইলফলক ছুঁতে যাচ্ছে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘চলিতেছে সার্কাস’। যে সময়ে দেশীয় টিভি নাটকগুলো কোনওমতে ৫২পর্ব পেরুতেই মুখ থুবড়ে পড়ে, সেখানে এই ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তার সঙ্গেই এগিয়ে চলছে।

মাসুদ সেজানের রচনা-পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন মামুনুর রশীদ, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, আবদুল­াহ রানা, তাজিন আহমেদ, মিশু সাব্বির, আহসান কবির, শবনম পারভীন, ইকবাল বাবু, উজ্জল মাহমুদ, আল আমিন সবুজ, রোবেনা রেজা জুঁই, সাজ্জাদ রেজা, মুসাফির বাচ্চু, রিফাত চৌধুরী প্রমুখ।
নাটকটি প্রচার হচ্ছে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে।
মাসুদ সেজান জানান, ধারাবাহিকটির থিম একটু আলাদা। প্যান্ডেলের মধ্যে চলা ঐতিহ্যবাহী সার্কাস এখন ছড়িয়ে পড়েছে পরিবারে, সমাজে, চারপাশে। সার্কাসের সঙ সেজে, বাঘ হয়ে, গাধা হয়ে আমরা অভিনয় করে চলেছি। নাটকটিতে এরকমই একটি বিষয়-ভাবনাকে, বাস্তব চিত্রতে রূপক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
নির্মাতা বলেন, ‘এতদূর আসা সম্ভব হয়েছে দর্শকদের চাহিদার কারণে। সঙ্গে আমার শিল্পীদের সহযোগিতাও ছিল। মনে হচ্ছে এই তো সেদিন আমরা ভয়ে ভয়ে নাটকটির শুটিং শুরু করলাম। আর আজ সেটি ডাবল সেঞ্চুরি হাঁকাচ্ছে। ভেবে খুব আনন্দ হচ্ছে।’
মাসুদ সেজান/এমএম/