পরপর দুই অ্যালবামই টপচার্টের শীর্ষে!

ফিউচারপরপর দুই অ্যালবাম দিয়েই টপচার্টের শীর্ষস্থান দখল করেছেন আটলান্টার র‌্যাপার ফিউচার।

সোমবার মার্কিন টপচার্টের শীর্ষে জায়গা করে নেয় তার সর্বশেষ অ্যালবাম ‘হেন্ড্রিক্স’। অ্যালবামটি এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার কপি বিক্রি হয়েছে।

২৪ ফেব্রুয়ারি অ্যালবামটি মুক্তি পায়। এর আগে ১৭ ফেব্রুয়ারি নিজের নামে একটি অ্যালবাম প্রকাশ করেন ফিউচার। সে অ্যালবামও চলে আসে বিলবোর্ডের শীর্ষে। এরপর বাজিমাত করেন ‘হেন্ড্রিক্স’ দিয়ে।

প্রকাশনা সংস্থা থেকে জানানো হয়, পরপর দুটি অ্যালবাম দিয়ে শীর্ষস্থান দখল করা একমাত্র শিল্পী ফিউচার। সপ্তাহান্তে নিজের সঙ্গেই লড়াই হচ্ছে তার। ২০০টি অ্যালবাম নিয়ে বিলবোর্ডের সাপ্তাহিক হিসাব করা হয়।

এ সপ্তাহে নতুনদের মধ্যে শীর্ষ ১০ এ থাকা অন্য অ্যালবামগুলো হলো লিটলবিগ টাউনের ব্রেকার (৪) এবং অ্যারন ওয়াটসনের ভ্যাকেরো (১০)।

/এমএইচ/এমএম/