ক্যামেরার চোখে দেখুন জয়-বাংলা কনসার্ট

আর একবার ফিরে যেতে চাই রিমঝিম সুদূরপুর... গাইছে শিরোনামহীন ঐতিহাসিক ৭ মার্চ। এদিন রেসকোর্স ময়দানে বাঙালি জাতির জন্য বয়ে আসে কাঙ্ক্ষিত বার্তা; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই উত্তাল ভাষণ। সেই বিশেষ দিন ও ভাষণকে স্মরণ করে গতকাল মঙ্গলবার (৭ মার্চ) আয়োজন করা হয় ‘জয়-বাংলা’ শিরোনামের বিশেষ কনসার্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্টে জড়ো হয়েছিল যেন তারুণ্যেরে উচ্ছ্বাস! গ্যালারি-মাঠ সব জায়গায় সে আবেগ ঠিকরে পড়েছে। ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে গ্যালারির পাশে তৈরি করা হয়েছিল বেশ কিছু স্টল। যেখানে স্থান পেয়েছে ১৯৭১ সালের ১ থেকে ছিল ৭ মার্চের বিভিন্ন পেপার কাটিং। ছিল ৭ মার্চের প্যাাভিলিয়ন। এদিকে মূল আয়োজন কনসার্টে অংশ নেয় দেশের ৯টি ব্যান্ড। এরমধ্যে ছিল ওয়ারফেইজ, চিরকুট, নেমেসিস, শিরোনামহীন, স্পন্দন ৭২, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিকফেট এবং শূন্য ব্যান্ড। তাদের মধ্যে শূন্যর সঙ্গে দুটি গানে গায়িকা এলিটা ও নেমেসিসের সঙ্গে একটি গানে জেফার অংশ নেন।
পুরো আয়োজনটির ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন-কনসার্টটি উপভোগ করেন বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও নাতি রাদওয়াদ মুজিব সিদ্দিক ববি

নেমেসিসের সঙ্গে জেফারের পরিবেশনা

আর্বোভাইরস, ভক্তদের উদ্দেশ্যে নিজেদের টিশার্ট ছুড়ে দিচ্ছেন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অন্যতম শব্দ সৈনিক সুজেয় শ্যামের কথা শুনছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা

উপস্থাপনায় ইরেশ যাকের ও মারিয়া

চলছে প্রস্তুতি

১ নম্বর গ্যালারিজুড়ে অভিনয়শিল্পীরা। চলছে আড্ডা আর কনসার্ট উপভোগ

এক দর্শকের মনের কথা ফেস্টুনে লেখা

গাইছে ক্রিপটিকফেট

মোবাইলের লাইট জ্বেলে শিল্পীদের সঙ্গ দিচ্ছেন শ্রোতারা। পাশের স্ক্রিনে দেখা যাচ্ছে কনসার্ট

নেমেসিসের জোহাদের পরিবেশনা

পেছনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ লেখা

শূন্য ব্যান্ডের সঙ্গে এলিটা
/এম/