সিলেটে শুরু চলচ্চিত্র উৎসব

সিলেটে শুরু চলচ্চিত্র উৎসবস্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে ১৪ মার্চ মঙ্গলবার শুরু হয়েছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ৩ দিনব্যাপী চলবে এই উৎসব।

মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম।
প্রথমদিন অনুষ্ঠানটি দুটি পর্বে হয়। প্রথমে ছিল অতিথিদের বক্তব্য।  
এতে বিশ্ববিদ্যলয়টির চলচ্চিত্র সংসদের সদস্য সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড.মতিয়ার রহমান হাওলাদার, রেজিষ্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অর্থ শাখার পরিচালক প্রফেসর জীবন কৃষ্ণ সাহা, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ সিলেটের চলচ্চিত্র তথা সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পরের পর্বে ছিল চলচ্চিত্র প্রদর্শনী। বিকাল ৫টায় প্রদর্শিত হয় মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটি।
এদিকে, এবারের উৎসবে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। গত একমাসে ৬৬টি দেশের ২০৫৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে এগুলো নির্বাচন করা হয়েছে।
/এম/এমএম/