X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!

বিনোদন রিপোর্ট
০৪ জুলাই ২০২৫, ১৪:২৮আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০:৪৬

দেশে ও বিদেশে, শুধু পর্দার কাজ দিয়ে আর কতো চমকাবেন জয়া আহসান! বিস্ময়সূচক এমন প্রশ্ন আগেও উঠেছে অভিনেত্রীর পক্ষে। তবে শুক্রবার (৪ জুলাই) সকালে সেই প্রশ্নটি যেন খোদাই করা হলো ভারত-বাংলাদেশের সেলুলয়েড দেয়ালে।

কারণ, এদিন সকাল থেকে উপমহাদেশের শীর্ষ অভিনেতা কিংবা নেতা অমিতাভ বচ্চনের ফেসবুক দেয়ালে শোভা পাচ্ছে জয়া আহসানের মুক্তি-প্রতীক্ষিত সিনেমার ট্রেলার।

বিষয়টিকে দুই বাংলার সমালোচক-দর্শকরা বেশ সিরিয়াসলি দেখতে চাইলেও বিপরীতে জয়া যেন আরও শীতল স্নিগ্ধতার আবেশ ছড়িয়ে দিলেন। অমিতাভের পোস্ট শেয়ার করে এটুকুই লিখেছেন, ‘মুগ্ধতা দিয়ে শুরু হলো শুক্রবার।’ অমিতাভের পোস্ট এতক্ষণ যে গল্পটি হচ্ছিল, সেটি টলিউডের সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে। ১৮ জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। বলিউডের ‘কড়ক সিং’-এ অভিনয়ের পর অনিরুদ্ধ রায়চৌধুরীর টলিউডের সিনেমা ‘ডিয়ার মা’তেও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। সেই ছবির ট্রেলার প্রকাশ পেতেই অমিতাভ বচ্চন শুভেচ্ছা জানিয়ে শেয়ার করেছেন নিজের ফেসবুক দেয়ালে, শুক্রবার সকালে।

যদিও শেয়ারে জয়ার নাম আলাদা করে উল্লেখ করেননি, বরং টনি দা নামের অচেনা একজনকে তিনি শুভকামনা জানিয়েছেন! পরে অবশ্য জয়া জানান, নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর ডাক নাম টনি! খোদ অমিতাভ বচ্চন যার নির্মাণ পছন্দ করেন। অনুরুদ্ধর আলোচিত বলিউড নির্মাণ ‘পিংক’-এ দেখা মিলেছে অমিতাভের। সেই সূত্রেই অভিনেতার এই অভিবাদন পোস্ট।

তাতে কী! বলিউড কিংবদন্তির দেয়ালে যে জয়া আহসানের ট্রেলার শোভা পাচ্ছে, সেটাই অনেক- বলছেন জয়াভক্তরা। অনেকে এটাও মনে করেন, পঙ্কজ ত্রিপাঠির মতো অভিনেতার সঙ্গে ‘কড়ক সিং’ মুগ্ধতা পেরিয়ে অমিতাভের দেয়ালে জয়ার ট্রেলার স্থান পাওয়া মানে, বৈশ্বিক সিনেমায় ঢাকাই অভিনেত্রীর আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। যদিও জয়ার জন্য ঘটনাটি প্রথম নয়!  

তবু, মুহূর্তে অমিতাভের ফেসবুক দেয়ালের স্থিরচিত্র ভাইরাল সোশ্যাল হ্যান্ডেলে। সঙ্গে জয়া আহসান ভেসে চলেছেন দুই বাংলার অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়।

‘ডিয়ার মা’ সম্পর্কে জয়া এর আগে গণমাধ্যমে বলেছিলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার… এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনও চরিত্রে অভিনয় করলাম।’

এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন প্রমুখ। সিনেমার পোস্টারে জয়া আহসান জয়া ভক্তদের জন্য আরেকটি সুখবর। প্রায় এক বছর পর কলকাতার টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং বহরে যুক্ত হয়েছেন অভিনেত্রী। ১৪ জুন মহরতের মধ্য দিয়ে সেখানে শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার দৃশ্যধারণ। এ সিনেমার প্রথম পর্ব সুপারহিট ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়।

বলা প্রয়োজন, দেশের প্রেক্ষাগৃহে চলছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। এই ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে এখনও এগিয়ে রয়েছে জয়ার দুটি সিনেমাই। দুটি সিনেমাই ব্যতিক্রমী, একটি অ্যাকশন, অন্যটি পারিবারিক। দুটো ছবিই চলেছে টানা হাউজফুল।

এদিকে ক’দিন আগেই এই অভিনেত্রী জানিয়েছিলেন, ভারতে তার আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

ট্রেলার:

বলা দরকার, এর আগে সৃজিত মুখার্জি পরিচালিত জয়া আহসানের ‘দশম অবতার’ সিনেমার ট্রেলারও শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
ঈদের ৬ সিনেমা, আয়ে কোনটি কত এগিয়ে
জয়ার ‘ডিয়ার মা’, জানা গেল মুক্তির তারিখ
জয়ার ‘ডিয়ার মা’, জানা গেল মুক্তির তারিখ
ঢাকা টু কলকাতা: মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসছেন জয়া!
ঢাকা টু কলকাতা: মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসছেন জয়া!
বিনোদন বিভাগের সর্বশেষ
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
জুলাইকে উৎসর্গ করে ১১ জুলাই থেকে ‘অন্যদিন…’
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান