ঘটনাটি এরশাদ আমলের: যার নায়ক অঞ্জন, ভিলেনও!

আয়নার সামনে অঞ্জন দাস চরিত্রে মনসুর মুস্তাফিজঘটনাটি নিখাদ প্রেমের। গল্পটি রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলের। বিষয়টি বিয়োগান্তক প্রেম কিংবা চরম বিশ্বাস ঘাতকতার। স্থান পুরাতন ঢাকা, ঐতিহাসিক বিউটি বোর্ডিংয়ের আসে-পাশে কোথাও।

কাগজে-কলমে-দৃশ্যে এতদিন যারা জেনেছিলেন, গল্পটির নায়ক রাশেদ আর নায়িকা নিতু মুখার্জি। তারা, ভুল বুঝেছেন। মোটেই এমন কিছু নয়। এই বিয়োগান্তক কিংবা বিশ্বাস ঘাতকতায় সাজানো অনবদ্য গল্পের একমাত্র নায়ক তাদেরই বিশ্বস্ত বন্ধু অঞ্জন দাস।  আবার ভিলেনও সেই একই মানুষ!
হত্যার পর নিতু মুখার্জি চরিত্রে নাদিয়াএখানেই তরুণ নির্মাতা-চিত্রনাট্যকার ভিকি জাহেদের মুন্সিয়ানা। লম্বা প্রচারণা (ট্রেইলার-গান) শেষে ১৬ মার্চ অন্তর্জালে মুক্তি পেয়েছে তাহসান-নাদিয়া অভিনীত আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দূরবীন’। এটি প্রকাশের আগে পর্যন্ত সবাই যা জেনেছেন, তার পুরোটাই ভুল প্রমাণ করেছেন ভিকি। দর্শকদের সামনে মুসলমান রাশেদ আর হিন্দু নিতু মুখার্জি’র প্রেমের মোড়কে তুলে ধরেছেন একজন ‘অঞ্জন দাস’কে।
৩২ মিনিট দৈর্ঘ্যজুড়ে যিনি নিজেকে সমানতালে প্রমাণ করেছেন কখনও পরম বন্ধু, কখনও ভিলেন কিংবা কখনও নায়করূপে।
২০১৭ সালে পৌঁছেও যে অঞ্জন দাস মূলত একা। এখনও স্মৃতিতাড়িত। এখনও অনুতপ্ত। আজও তিনি ছোট্ট একটি ব্যাগে করে ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতি এরশাদ আমলের টুকরো টুকরো স্মৃতি। যার অনুশোচনাময় দিন-রাত কাটছে এখন ঐতিহাসিক বিউটি বোর্ডিংয়ের আলো-অন্ধকারে।
দুই বন্ধু রাশেদ ও অঞ্জন চরিত্রে তৌফিক ও তাহসানপর্দার বাইরে এই অভিনেতার দুটো নাম, তৌফিক আহমেদ এবং মনসুর মুস্তাফিজ। একই চরিত্রে দু’জনের অভিনয়ই অনবদ্য। দুটো বয়সে দু’জনার চেহারা-অভিনয়ে দারুণ মিল রয়েছে চেহারাতেও। পর্দায় যেমনটা সচরাচর মেলে না।
‘দূরবীন’ একটি মোশন ভাস্কর নির্মাণ। এটি ইউটিউবে প্রকাশের পর গেল ২৪ ঘন্টায় প্রায় দুই লাখ বার দেখা হয়েছে। নিচে ক্লিক করে সিনেমাটি দেখে নিতে পারেন-


/এমএম/