যেন নতুন আবিদ তৈরি হয়: শুভ

ঢাকা অ্যাটাক’- এ শুভনিয়তই নিজ কাজ করা হয়।কিন্তু যে কাজের সঙ্গে মিশে যায় স্বদেশ, তাতে হয়তো বাড়তি মমতা গড়ে ওঠো। শিল্পীদের কাছ থেকে সেই মমতার কথাই শুনতে চেয়েছি আমরা। দেশ নিয়ে কাজের আগে বা পরে কেমন থাকে অনুভূতি বা কতটা ভাবায় তাদের! সে ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি নিয়ে কথা বললেন আরিফিন শুভ- 

‘‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রস্তাব যখন আমার কাছে আসে তখন এর চিত্রনাট্যকার সানী সানোয়ার ভাইয়ের কাছে প্রশ্ন করি, আমি কেন করব ছবিটি? তিনি আমাকে এমন একটি কথা বললেন যে, আমাকে বিষয়টি বেশ ভাবাল। তিনি বললেন, আবিদ চরিত্র আর দশটি পুলিশ অফিসারের মতো নয়। তাকে দেখে আরও পঞ্চাশটা প্রতিভাবান ছেলে আবিদ হতে চাইবে। এটাই হলো ডিবি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আবিদ।

এটি আসলে ‘সো কলড' পুলিশ অফিসারের রোল না। আমি চ্যালেঞ্জটি নিলাম। কারণ এটি দেশের ছবি। আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে পর্দায় আসতে। বেশ কিছু শট ছিল খুবই ঝুঁকিপূর্ণ। পুলিশ সদস্যরা এত সহযোগিতা করেছিলেন যে আমার প্রস্তুতি সফল হয়েছিল।’’

 

/এমআই/এম/