একই বিশ্ববিদ্যালয়ে এক যুগ!

গাইছেন বাপ্পা মজুমদার। ছবি- সাজ্জাদ হোসেন২০০৫ সালের প্রথম এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ) বিশ্ববিদ্যালয়ে গান গায় ব্যান্ড দলছুট। উপলক্ষ- বাংলা নববর্ষ।
এরপর যেন নিয়ম হয়ে দাঁড়ায় যে, পয়লা বৈশাখ মানেই বিশ্ববিদ্যালয়টিতে দলছুটের কনসার্ট! এভাবে টানা ১১টি বছর ব্যান্ডটি এ বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বরণ করেছে বাংলার প্রথম দিনটি। এবার তারা ১২ বছরের মতো কনসার্টে অংশ নিচ্ছে।
বিষয়টি জানাতে যোগাযোগ করা হয় ব্যান্ডের প্রধান বাপ্পা মজুমদারের সঙ্গে। তিনি জানালেন, এভাবেই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে আনন্দ আয়োজনে মিশে গেছেন তারা।
আর সবিস্তার করলেন ব্যান্ডটির ম্যানেজার শাহান কবন্ধ। তিনি বললেন, ‘এটা আমাদের জন্য অন্যরকম একটি অভিজ্ঞতা। দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আমাদের কনসার্টে অংশ নিয়েছেন; পরে দু’বছর পর হয়তো তাদেরই আমরা গিয়ে শিক্ষক হিসেবে দেখেছি। গত ১২ বছরে আমরা এমন অনেক ভালোলাগার মতো ঘটনা কাছ থেকে দেখেছি।’
ব্যান্ডটি টানা ১২তম বার বর্ষবরণে অংশ নিলেও তারা বিশ্ববিদ্যালয়টিতে এ সময়টাতে মোট ১৮টি কনসার্ট করেছে। আর বরাবরের মতোই এবারের আয়োজনটি হবে বনানী ক্লাব মাঠে। ১ বৈশাখ (১৪ এপ্রিল) বেলা ১টায় ব্যান্ডটি মঞ্চে উঠবে। গাইবে তাদের আলোচিত গানগুলো।
দলছুট ব্যান্ডের বর্তমান লাইন আপ দেখে নেওয়া যাক; ভোকাল ও গিটার- বাপ্পা মজুমদার, কিবোর্ড- সোহেল আজিজ, গিটার- মাসুম, বেজ গিটার- জন সার্টন, ড্রামস- ডানো শেখ এবং ম্যানেজার- শাহান কবন্ধ।এআইইউবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পরিবেশনার আগে দলছুট। ছবি- সাজ্জাদ হোসেন
/এমআই/এম/